নিজস্ব প্রতিবেদক
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আজিজুল হককে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-১ শাখার আদেশ সূত্রে মঙ্গলবার এই বদলির খবর জানা যায়।
বদলির আদেশে মো. আজিজুল হককে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করতে বলা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি’র মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানে ব্যর্থ হলে প্রকৌশলী মো. আজিজুল হককে ৩ ফেব্রুয়ারি স্ট্যান্ড রিলিজ করা হবে বলে মন্ত্রণালয়ের উপসচিব মো. কামাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিন্ডিকেটের মাধ্যমে ফেনী পৌরসভা থেকে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ থাকায় পৌর নির্বাহী প্রকৌশলী মো. আজিজুল হককে বদলি করা হয়েছে। দীর্ঘদিন ধরে একই স্থানে দায়িত্বে থাকায় তিনি দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। বিষয়টি স্বীকার করে পৌর প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, মঙ্গলবার আমি নির্বাহী প্রকৌশলীর বদলির আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারি।