নিজস্ব প্রতিবেদক
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যা মামলায় পলাতক আসামি সাবেক কাউন্সিলর আমির হোসেন বাহারকে গ্রেফতার করেছে ফেনী মডেল পুলিশ। আজ ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাহার ফেনী জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানাগেছে, গত ৪ আগস্ট সারাদেশের ন্যায় ফেনীতে চলমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মহিপালে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলার ঘটনায় দায়েরকৃত পৃথক ৮টি হত্যা মামলার পলাতক আসামি তিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে আমির হোসেন বাহার আত্নগোপনে চলে যায়।
এব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মর্ম সিংহ ত্রিপুরা বলেন, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাবেক কাউন্সিলর আমির হোসেন বাহারকে ঢাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সন্ধ্যায় তাকে আদালতে প্রেরণ করা হবে।