নিজস্ব প্রতিবেদক
অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) এম. সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে সোমবার, ১২ আগস্ট রাতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদল। রাত সোয়া ৯টায় শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
যুবদলের মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, শহর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ ও ছাত্রদলের মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন। এ সময় বিপুল সংখ্যক যুবদল ও ছাত্রদল নেতাকর্মী মিছিলে অংশ নেন।
মিছিল থেকে স্লোগানে স্লোগানে- সাখাওয়াতের পদত্যাগের দাবি জানানো হয়। ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’ ’শহীদের রক্ত বৃথা যেতে দেব না’ ’শহীদদের বাংলায় খুনি হাসিনার ঠাঁই নাই’ সহ বিভিন্ন স্লোগান দেয়া হয়।
জেলা ছাত্রদলের সভাপতি বলেন, সাখাওয়াত আওয়ামী লীগের দালাল, যার ফলে খুনি শেখ হাসিনাকে দেশে ফিরতে যে মন্তব্য করেছেন এটা শহীদদের রক্তের সাথে বেইমানি ছাড়া আর কিছুই না। এর মধ্য দিয়ে তিনি শপথ ভঙ্গ করেছেন, তার পদত্যাগ করা উচিত।