শহর প্রতিনিধি:
‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে দুই দিনব্যাপী ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মাৎ শাহীনা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শফিকুর রিদওয়ান আরমান শাকিলের সভাপতিত্বে ও শিফাত বিনতে আরার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন, ফেনী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ দেলওয়ার হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও জেলা শিক্ষা অফিসার মো.শফী উল্লাহ।
এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞানকে প্রসারিত করার জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছেন। নতুন কারিকুলাম প্রসঙ্গে জেলা প্রশাসক উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রত্যেকদিন আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন। নতুন কারিকুলামে শিক্ষার্থীরা স্কুলে এসে গ্রুপ স্টাডির মাধ্যমে তারা তাদের পড়ালেখা করবে। ফলে এখন শিক্ষার্থীদেরকে আগের মতো প্রাইভেট শিক্ষক আর কোচিং সেন্টারের পিছনে দৌড়াতে হবে না। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিজ্ঞান মেলার ১০টি স্টল পরিদর্শন করেন।