কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে জাতীয়পার্টি লাঙ্গল প্রতিকের প্রার্থী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ বলেন, নোয়াখালীতে খুবই অশান্ত পরিবেশ বিরাজমান আছে। আপনারাও পরিবর্তন চান, আমিও এর পরিবর্তন চাই। দুর্নীতি, লুটপাট, হানাহানির জন্য আমি নির্বাচিত হতে চাই না। আপনারা পরিবর্তন চাইলেও সাহস করেন না। সত্যিকার পরিবর্তন চাইলে পরিবর্তন হবে। ভোটরা ভোট কেন্দ্রে না আসলেও ভোট হয়ে যাবে। সুতরাং আপনারা ভোট কেন্দ্রে এসে নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আমি ভোটের মাঠে বিক্রি হতে আসিনি, আমি নির্বাচন করতে এসেছি।
বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে বসুরহাট জিরো পয়েন্টে তিনি এক পথ সভায় বক্তব্যে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হেকিম শহিদ উল্যাহ, কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয়পার্টির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, বসুরহাট পৌরসভা শাখার সদস্য সচিব মহিবুল হক নাহিদ, কবিরহাট পৌরসভা শাখার যুগ্ম আহ্বায়ক আমির হোসেন আমু, মোশারফ হোসেন, মুনিরুজ্জামান মুনির প্রমূখ।
তানভীর আরও বলেন, সব বাধা পেরিয়ে আজ এখানে সভাস্থলে উপস্থিত হয়েছি। আমাদের এখানে আসার পথ এত সহজ নয়। আমাদের প্রতিপক্ষ যারা আছে, তাদের চেয়ে আমাদের পথ অনেক কঠিন। আমার প্রতিপক্ষের পথ অনেক সহজ এবং মসৃণ। অনেকে আসতে চায়, কিন্তু আসতে পারে না। তাদের মনে মধ্যে শুধু ভয়, সবার মাঝে শুধু ভয় কাজ করে। ভোট দিলে ভয়, না দিলেও ভয়। সাধারণ ভোটারেরা মহা বিপদে পড়ে গেছে। ভোট আমার, আপানার, আমাদের সবার অধিকার। আপনার ভোট অন্য কেউ দেয়ার অধিকার নেয়। আমি আপনাদের কাছে এসেছি ভোট ভিক্ষা করার জন্য। লঙ্গল পল্লীবন্ধু এরশাদ, জিএম কাদেরের প্রতিক। আপনারা লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট থাকবো। আপনারা ঘরে নিভয়ে ঘুমাতে পারবেন।
তিনি আরও বলেন, আমার প্রতিপক্ষ যারা আছেন, তারা আমাতে সহযোগিতা করবেন। শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ সৃষ্টি করবেন। এ নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যদি অশান্তির সৃষ্টি হয়, আমরা ইনশাল্লাহ সেটারও ব্যবস্থা রেখেছি। প্রশাসন নিরপেক্ষ না থেকে কোন প্রার্থীর পক্ষে কাজ করলে, আমরা অন্য ভাবে তা প্রতিহতের চেষ্টা বরবো। আমি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং সহযোগিতা চাই।