১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • আইন আদালত >> জাতীয় >> টপ নিউজ >> ফেনী শহর
  • ন্যায়ের শাসন ছাড়া একটা দেশ অগ্রসর হতে পারে না
  • বিচারপতি বোরহানউদ্দিন

    ন্যায়ের শাসন ছাড়া একটা দেশ অগ্রসর হতে পারে না

    দৈনিক আমার ফেনী

    শহর প্রতিনিধি
    ন্যায়ের শাসন ছাড়া একটা দেশ অগ্রসর হতে পারে না। দেশের উন্নয়নের জন্য ন্যায়ের শাসনের বিকল্প নেই। এজন্য জুডিশিয়াল সার্ভিসকে সহযোগিতা করতে হবে বলে ফেনীতে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি বোরহানউদ্দিন। ফেনীর আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন ন্যায় বিচার প্রার্থীদের সুবিধার্থে দেশের সবকটি জেলা আদালতে এমন বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে।
    ফেনী সিনিয়র জেলা ও দায়রা জজ এ.এস.এম. রুহুল ইমরান এর সভাপতিত্বে বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতাউল হক, পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজাউল হক রেজা, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, যুগ্ম জেলা জজ বেলাল উদ্দিন ও খায়রুন নেছা, পিপি হাফেজ আহমেদ, ফেনী জেলা আইনজীবী সমিতি সভাপতি আবুল বশর চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিনুল করিম।
    অনুষ্ঠানটির সঞ্চালনা করে জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ সুস্মিতা আহমেদ ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজ উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন আদালতের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
    প্রসঙ্গত, এ স্থাপনাটি ৫০ লাখ টাকা ব্যায়ে নির্মাণ করা হচ্ছে। সারা দেশের মোট ৩৫ কোটি টাকা ব্যায়ে বিশ্রামাগারগুলো নির্মাণ হচ্ছে।

    আরও পড়ুন

    চলে গেলেন সাংবাদিক এরশাদ মজুমদার
    নগদ প্রণোদনা চেয়ে বিসিক মালিক সমিতির সংবাদ সম্মেলন
    জাতীয়তাবাদী ওলামাদলের মতবিনিময় সভা
    আজকের তরুণরাই হচ্ছে আগামী দিনের স্টার- জেলা প্রশাসক
    মাতুভূঞায় জামায়াতের কর্মী সম্মেলন
    ফেনীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
    ইসলামী আন্দোলনের আমীর গণ বিপ্লবের মহানায়ক ছিলেন: মাও. জাফরী
    কোম্পানীগঞ্জে চাঁদা না পেয়ে ছুরিকাঘাত, আহত-৪