দুর্নীতিবাজদের বরদাস্ত করা হবে না
শহর প্রতিনিধি
ভূমি অফিসে সেবার নামে জিম্মিকরে টাকা আদায়কারী দুর্নীতিবাজকে বরদাস্ত করা হবে না। যত রকমের শাস্তির বিধান আছে সব ধরনের শাস্তির ব্যবস্থা করার ঘোষণা দেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
গতকাল সোমবার ফেনী সদর ভূমি অফিস প্রাঙ্গনে আয়োজিত ভূমিসেবা সপ্তাহ ২০২৩এর উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অটোমেশনের মাধ্যমে ভূমিসেবা দেয়া হচ্ছে এতে ভূমির মালিকরা মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ম্যাপ নেয়ার সেবাগুলো এখন সহজে পাচ্ছে। এতে মধ্যস্বত্তভোগীদের দৌরাত্ম্য বন্ধের পাশাপাশি দ্রুত সেবা দেয়া হচ্ছে।
‘স্মার্ট ভূমিসেবার ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার।
সদর উপজেলা ভূমি সহকারি লিখন বণিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক আবদুল বাতেন, সহকারি জেলা ম্যাজেস্ট্রেট দেবাশীষ নাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব।
এসময় অন্যদের মধ্যে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারসহ পৌর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী, সেবা গ্রহীতাসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সেবা সপ্তাহ ২২ মে থেকে শুরু হয়ে ২৮ মে পর্যন্ত চলবে।