১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী শহর
  • ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
  • ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

    দৈনিক আমার ফেনী

    শহর প্রতিনিধি
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপুলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে । শুক্রবার সকালে মহাসড়কে ফেনীর লালপুলে এ দুর্ঘটনায় নিহতরা হলেন মো. শুভ (২৬) ও মো. মারুফ (২৬)। তাঁদের মধ্যে শুভ ঢাকার উত্তরখান থানার মাদারবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে। মারুফ ঢাকার দক্ষিণখান থানা এলাকার মো. মজিবরের ছেলে। তাঁরা দুই বন্ধু ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে রাঙামাটিতে বেড়াতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় , শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় পৌঁছানোর পর চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের ওপর ছিটকে পড়ে। এতে দুই যুবক গুরুতর আহত হন। মহিপাল হাইওয়ে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
    মহিপাল হাইওয়ে থানার ওসি মো. মোস্তফা কামাল জানান, দুর্ঘটনায় নিতহ দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা একটি মোটরসাইকেলে ঢাকা থেকে রাঙামাটির উদ্দেশে রওনা দিয়েছিলেন। ফেনীর লালপুল এলাকায় পৌঁছানোর পর চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের ওপর ছিটকে পড়ে। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটি মহিপাল হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

    আরও পড়ুন

    ফেনীতে রেস্তোঁরা মালিকদের মানববন্ধন
    লেমুয়ায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সামগ্রী বিতরণ
    টপ সয়েল কাটায় ১জনকে জেল, ২টি পিকআপ জব্দ
    মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহতের ঘটনায় যুবদলের আহ্বায়ক সহ গ্রেফতার ৪
    ছাগলনাইয়ায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়
    জমাদার বাজার ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ 
    ছাগলনাইয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
    পাইলট মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন