৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • দেশজুড়ে
  • আজ থেকে রাজধানীর তিন রুটে রিকশা চলাচল বন্ধ
  • আজ থেকে রাজধানীর তিন রুটে রিকশা চলাচল বন্ধ

    দৈনিক আমার ফেনী

    রাজধানীর তিন রুটে আজ রোববার থেকে বন্ধ হচ্ছে রিকশা চলাচল। কুড়িল বিশ্বরোড হয়ে রামপুরা-বাড্ডা-সায়েদাবাদ, গাবতলী-আসাদগেট-মিরপুর রোড হয়ে আজিমপুর ও সিটি কলেজ থেকে শাহবাগ পর্যন্ত সড়কে রিকশা, ব্যাটারি চালিত রিকশা ও লেগুনা চলাচল করতে দেয়া হবে না। এর আগে গেল বুধবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে ঢাকা ট্রাফিক সমন্বয় কমিটির সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন রিকশা বন্ধের কথা জানান। সেসময় তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ওই সড়কগুলো কোনও রিকশা চলাচল করবে না। এই রিকশা চলাচল বন্ধের জন্য নাগরিকদের চলাচলে যেন সমস্যা না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    তিনি বলেন, রিকশা বন্ধের ফলে যানবাহন পেতে যাত্রীরা যেন সমস্যায় না পরে সেজন্য পরিবহন মালিক সমিতি এবং বিআরটিসি পর্যাপ্ত বাস সার্ভিসের ব্যবস্থা করবে। এছাড়া পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সড়কের দু’পাশে ফুটপাত দখলমুক্ত করতে ঢাকার দুই সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বলেও জানান তিনি।

    আরও পড়ুন

    ফেনীতে বন্যাদুর্গতদের বিজিবির চিকিৎসা ও ওষুধ প্রদান
    বানের জলে ভাসিয়ে দেয়া হলো শিফুকে
    দাগনভূঞায় কৃষকদের প্রশিক্ষণ দিলো বিনা
    মিরসরাইয়ের ঝর্ণায় ঘুরতে এসে বিদ্যুৎস্পৃষ্টে দুই পর্যটকের মৃত্যু
    পরশুরাম ও ফুলগাজীতে তৃতীয় দফায় বন্যা
    আন্দোলনে শহীদদের পরিবারের পাশে আবদুল লতিফ জনি
    রাষ্ট্রীয় সম্পদ পুড়িয়ে লাভ হলো কার?
    অনিয়ম দুর্নীতি করে অর্ধশত কোটি টাকার মালিক!