নিজস্ব প্রতিবেদক
ফেনী শহরের বড় মসজিদ সংলগ্ন এলাকায় চালক, পথচারীসহ ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে শহরের বড় মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ট্রাংক রোডের বড় মসজিদ সংলগ্ন এলাকায় মেয়াদোত্তীর্ণ
মিষ্টি বিক্রির দায়ে ২ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা, যত্রতত্র গাড়ি রেখে যানজট সৃষ্টি করায় এক মিনি ট্রাক ড্রাইভারকে ৫ হাজার টাকা ও প্রকাশ্যে ধুমপান করার অপরাধে এক পথচারীকে ২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।