দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ৮ আগস্ট ২০২৫ বিকেলে স্থানীয় একটি স্কুলের হলরুমে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম মঞ্জু।
সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অলি আহম্মদ শিপন।
এসময় আরও উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন হায়দার,যুগ্ম আহ্বায়ক মো: শহীদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মো: হিরণ মুন্সীসহ দলীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথি বলেন “গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সংগঠনের তৃণমূলকে শক্তিশালী করতে নিয়মিত কর্মী সম্মেলন ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।”
বক্তারা বলেন, “স্বেচ্ছাসেবক দল হচ্ছে বিএনপির অগ্রভাগের সৈনিক। এই সংগঠনই আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেয়। তাই সামনে রাজপথের কঠিন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
সম্মেলনে নতুন নেতৃত্ব গঠনের পাশাপাশি সাংগঠনিক কাঠামো জোরদার করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের সংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করেন