অনলাইন ডেস্ক
কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
কক্সবাজার শহরের ইনডোর স্টেডিয়ামে শুক্রবার জেলা ও আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামিম।
সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম বিভাগ) হারুনুর রশিদ হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সাবেক সহ সভাপতি সেলিনা সুলতানা নিশিতা ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এড. জাকারিয়া লিটন।
মশিউর রহমান বিপ্লব বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বিকেলে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যেদিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।