নিজস্ব প্রতিনিধি
ফেনী সদর উপজেলার লেমুয়ায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা হোন্ডা চোর চক্রের সর্দার মো. তাজুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লেমুয়ায় অভিযান চালায়। অভিযানে মো. তাজুল ইসলাম (৩৪) নামের এক চোর চক্রের মূলহোতাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেল (হোন্ডা) জব্দ করা হয়।
গ্রেপ্তার তাজুল ইসলাম ফেনী সদর উপজেলার রহিমপুর গ্রামের ডা. এসহাকের পুত্র। অভিযান চলাকালে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
সেনাবাহিনীর এই সফল অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে চলা মোটরসাইকেল চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।