ছাগলনাইয়া প্রতিনিধি
ফেনীতে ২০২৪ সালের ভয়াবহ বন্যা পরবর্তী বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ উপলক্ষে সোমবার (২৩ জুন) সকালে ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর হাবিবুল্লাহ খাঁন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুরে অবস্থিত হাবিব উল্যাহ্ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অত্র বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল বিশিষ্ট ‘শাহীন ভবন’ ও ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি সুধী সমাবেশে বক্তব্য রাখেন।
সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৪ সালে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় কুমিল্লা, নোয়াখালী এবং বিশেষ করে ফেনী জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যার সাথে তৎকালীন বৈরি আবহাওয়া ও বিছিন্ন যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশ বিমান বাহিনী পেশাদারিত্বের সাথে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসে, যা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। এছাড়া অদূর ভবিষ্যতে সেনা-নৌ-বিমান বাহিনীএকযোগে সহায়তায় এগিয়ে আসবে বলে জানান তিনি।
ছাগলনাইয়া হাবিব উল্লাহ খাঁন উচ্চ বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের নবনির্মিত শাহীন ভবন ও বিদ্যালয় সংলগ্ন এলাকায় বিভিন্ন প্রজাতি গাছের চারা রোপণ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রারম্ভে হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমের কোরআন তেলোয়াত ও শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রবিউল হক।




