শহর প্রতিনিধি
গাজীপুরের পুবাইলে মসজিদের খতিব মাওলানা রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের ট্রাংক রোডের বড় মসজিদের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ফেনী জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সহ সভাপতি মাওলানা মহি উদ্দিন।
বক্তব্য রাখেন, মাওলানা গোলাম সামদানি, মাওলানা কাজী নুরুল আলম, শহীদ উল্লাহ পাটোয়ারী, মুফতি ফয়েজ উল্লাহ আল কাদেরী, মাওলানা হাফেজ ওমর ফারুক, মোহাম্মদ হেলাল উদ্দিন ও এবি সিদ্দিক প্রমুখ।