নিজস্ব প্রতিবেদক
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার মহিপাল হাইওয়ে থানা সংলগ্ন মাঠে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের উপ মহা-পরিদর্শক (অপারেশন পূর্ব বিভাগ) হাবিবুর রহমান খান।
এস.আই শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মুহাম্মদ শেখ সাদী, মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, হাইওয়ে কমিউনিটি পুলিশিং কুমিল্লা রিজিয়নের সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন ও মহিপাল হাইওয়ে কমিউনিটি পুলিশিং’র সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল।
উল্লেখ্যে, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের আওতাধীন ১২টি থানা এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।




