নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক গোলাম মো. বাতেন বলেছেন, শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে ফেনী ইয়ুথ ক্লাবের উদ্যোগে ম্যাথ ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, এইসব আয়োজনের মধ্য দিয়ে গণিতের প্রসার ঘটে ও শিক্ষার্থীদের মানসিক দক্ষতা বৃদ্ধির জন্য অন্যতম টুলস হিসেবে কাজ করে। গ্লোবাল ভিলেজ ও তথ্য প্রযুক্তির দিনে দরকার আমাদের কল্পনা করার শক্তিকে প্রখর করার জন্য ও শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করতে এই ম্যাথ ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বলার অপেক্ষা রাখে না।
ফেনী সরকারি কলেজ গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. জহির উদ্দিনের সভাপতিত্বে ও ফেনী ইয়ুথ ক্লাবের কার্যনির্বাহী সদস্য আবু সাকিব মো. নাজমুল হকের সঞ্চালনায় আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আবসার, ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, সোনাগাজী বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেদ আক্তার শান্ত ও ফেনী ইয়ুথ ক্লাবের কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম খান।