পরশুরাম প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামী ও পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি ইয়াসিন শরীফ মজুমদারকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) রাত ১০ টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
ইয়াসিন শরীফ মজুমদার পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের ভাতিজা ও বড় মেয়ের জামাতা। এছাড়াও তিনি বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে গত পনের বছর ধরে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও ইয়াসিন শরীফ মজুমদার নিষিদ্ধ সংগঠন পরশুরাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম যুবলীগ নেতা ইয়াসিনকে ঢাকার ধানমন্ডি থানার পুলিশ গ্রেপ্তার করেছেন বলে শুনেছেন বলে জানান।
উল্লেখ্য যুবলীগ নেতা ইয়াসিন শরীফ মজুমদার গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে ফেনী মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়ে