নিজস্ব প্রতিবেদক
সারাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট (বিডিডিটি) মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ফেনী সেবাকেন্দ্রে কোলাবোরেশন এলএবি প্রজেক্টের পক্ষে তথ্য সংগ্রহের কাজ করেন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট মো. মবিনুর রহমান। এসময় ফেনী সেবাকেন্দ্রের কনসালটেন্ট ডা. মো. রেজাউল করিম সিদ্দিকী, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হোসাইন, মোহাম্মদ উল্যাহ ও স্থানীয় গণমাধ্যম কর্মী আবদুল আজিজ সায়েম উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট মো. মবিনুর রহমান বলেন, এই কেন্দ্রটি শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা দেওয়ার জায়গা নয় বরং প্রতিবন্ধীদের মর্যাদা ও অধিকার আদায়ের বিশাল প্ল্যাটফরম। বিডিডিটি সারাদেশের ৩২টি এসএসকে পরিদর্শন ও তথ্য সংগ্রহ করবে। যার অংশ হিসেবে আজকে ফেনী সেবাকেন্দ্রটি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করা হলো। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে বিভাগীয় পর্যায়ে গোলটেবিল বৈঠকের মাধ্যমে পরামর্শগুলো সরকারকে প্রস্তাব আকারে পেশ করা হবে।