নিজস্ব প্রতিবেদক
ছাগলনাইয়া থেকে শাখাওয়াত হোসেন মেজবাহ (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার ২৯ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ১ লাখ ৭৯ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। আটককৃত শাখাওয়াত হোসেন মেজবাহ ছাগলনাইয়া উপজেলার পূর্ব মিয়াজী পাড়ার বাসিন্দা মো. শাহ আলমের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত রেইডিং টিম ঘটনাস্থল থেকে ২৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করে। এব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী বলেন, এ ঘটনায় মেজবাহের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।