নিজস্ব প্রতিবেদক
ফেনী শহরের মহিপাল ও কলাবাগান এলাকা থেকে গাঁজাসহ ৩ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার আব্দুল মোতালেব স্বপন (৪৫), লোকমান হোসেন (৪২) ও আমিনুল ইসলাম অয়ন (১৯) নামে ৩ জনকে আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ আইনে জেল-জরিমানা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতার। আটককৃত আব্দুল মোতালেব স্বপন ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে, লোকমান হোসেন একই উপজেলার দক্ষিণ আনন্দপুর এলাকার বাসিন্দা মৃত. ছেরাজ মিয়ার ছেলে ও আমিনুল ইসলাম অয়ন মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এলাকার বাসিন্দা মো. আলমগীর হোসেনের ছেলে। এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ বলেন, রোববার ফুলগাজী উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টীম এই অভিযান পরিচালনা করেন। এই সময় গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জেল-জরিমানা প্রদান করা হয়