নিজস্ব প্রতিবেদক
ফুলগাজী বাজার থেকে মোহাম্মদ আনিছুর রহমান (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৫’শ ৯০ পিস নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেট উদ্ধার করা হয়। রোববার বেলা সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার হওয়া মোহাম্মদ আনিছুর রহমান ফুলগাজী উপজেলার দক্ষিণ
শ্রীপুর মজুমদার বাড়ির বাসিন্দা মৃত. মোহাম্মদ তোফায়েল আহাম্মদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক কারবারি ফুলগাজী এলাকায় অবস্থান করছে। পরে তাকে আমরা আটক করি। তল্লাশিকালে তার কাছ থেকে ৫’শ ৯০ পিস নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেট পাওয়া যায়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে ফুলগাজী থানায় মামলা দায়ের করা হয়েছে