নিজস্ব প্রতিবেদক
ফেনীতে আমরা ফেনীবাসী’ নামে নতুন সংগঠনের আত্বপ্রকাশ করা হয়েছে। চায়না-বাংলা ফ্রেন্ডশিপ হাসপাতাল, মেডিকেল কলেজ, লালপোল আন্ডারপাস, বল্লামুখা বাঁধ নির্মাণ ও মুছাপুর ক্লোজার নির্মাণসহ ফেনীর সকল উন্নয়ন, সমৃদ্ধি ও দুর্যোগে কার্যক্রম যৌথভাবে পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়। শনিবার শহরের একটি মিলনায়তনে আয়োজিত সর্বদলীয় সভায় সর্বসম্মতিক্রমে ‘আমরা ফেনীবাসী’র সভাপতি এয়াকুব নবী ও সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সহ-সভাপতি আব্দুর রহিম, আনোয়ার হোসেন পাটোয়ারী, মাওলানা ওমর ফারুক ও মাওলানা মোজাফফর আহমদ জাফরী নির্বাচিত হয়েছেন। কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য শেখ ফরিদ বাহার, আলাল উদ্দিন আলাল, অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, গাজী হাবিবুল্লাহ মানিক, মাওলানা আফজালুর রহমত, মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলি মিল্লাত ও মাওলানা জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।