নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলা গোয়েন্দা সংস্থা’র (ডিবি) অভিযানে মো. সাইফুল ইসলাম (৩৬), আবু ছায়েদ (৩০) ও মো. আকবর প্রকাশ হৃদয় (২০) নামে তিন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী এলাকা থেকে মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ তাদেরকে আটক করে ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা সংস্থা। আটককৃত মো. সাইফুল ইসলাম সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দমদমা এলাকার বাসিন্দা মো. রুহুল আমিনের ছেলে, আবু ছায়েদ ভোলা জেলার মাঝিরহাট এলাকার বাসিন্দা মো. হাজুল ইসলাম বারীর ছেলে ও মো. আকবর প্রকাশ হৃদয় লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকার বাসিন্দা মো. সেলিমের ছেলে। জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তেমুহনী এলাকা থেকে মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ তিন মাদক কারবারিকে আটক করে ডিবি। এইসময় সিএনজি তল্লাশি করে একটি বাজারের ব্যাগ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই শহিদুল ইসলাম বাদি হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।