নিজস্ব প্রতিবেদক
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় ছেলের বিরুদ্ধে হাঁস চুরির অভিযোগে মাকে নাকে খত দেওয়ানোর ঘটনা ঘটেছে। পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলুর নেতৃত্বে এক সালিশি বৈঠকে এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাতে মধ্যম মাথিয়ারা এলাকার খালুর দোকান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।এদিকে শনিবার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযুক্ত পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুর বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করার বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মধ্যম মাথিয়ারা গ্রামে সালিশি বৈঠকে নারীর প্রতি অসম্মানজনক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে ইউনিয়ন বিএনপির সভাপতিকে বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়।