৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ সোনাগাজীর পরিত্যক্ত একটি ঘর থেকে অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার দলীয় কর্মীর চেহারা যারা বিকৃত করে দেয়, ক্ষমতায় গেলে তারা দেশের চেহারা বিকৃত করে ফেলবে বইনামা লেখক পুরস্কারের জন্য পাণ্ডুলিপি আহ্বান পরশুরাম উপজেলা যুবলীগ সভাপতি ঢাকায় গ্রেপ্তার 
  • প্রচ্ছদ
  • জাতীয় >> টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • ইসলাম বিরোধী ও সাংর্ঘষিক কোনো সংস্কার বরদাস্ত করা হবে না
  • মাওলানা মামুনুল হক

    ইসলাম বিরোধী ও সাংর্ঘষিক কোনো সংস্কার বরদাস্ত করা হবে না

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক বলেছেন, মহিলা বিষয়ক সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবিত সংস্কারে ইসলামের সাথে সাংর্ঘষিক প্রস্তাব বাতিল না হলো মহাসমাবেশের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুমকি দেন। বাংলাদেশের অস্তিত্ব এবং ইসলাম একই সুত্রে গাঁথা। সংস্কারের নামে কোরআন বিরোধী ইসলামের সাথে সাংর্ঘষিক কোনো সংস্কার বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার বিকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    তিনি আরো বলেন, আমরা নতুন কোন ফ্যাসিবাদের জাঁকাতলে পৃষ্ঠ হবার জন্য রক্ত দেইনি। ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছি আমেরিকার শৃঙ্খলে আবদ্ধ হবার জন্য নয়। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে আপনার অবস্থান হলে আপনাকে ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না।
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শাপলা চত্বরে হেফাজত কর্মীদের নির্মম গণহত্যার এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ গণসমাবেশের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর শাইখুল হাদীস মাওলানা আফজালুর রহমান, মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহম্মেদ, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবু সাঈদ নোমান ও কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া।
    ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আবু বক্কর ছিদ্দিক এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান, সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, ইসলামী আন্দোলন ফেনী জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক, হেফাজতে ইসলামের ফেনী জেলা সভাপতি মাওলানা ওমর ফারুক, আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল ফাত্তাহ ও যুব মজলিসের ফেনী জেলা সভাপতি শাহ মোহাম্মদ জুনায়েদসহ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতারা।
    এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীর লোকজন ও বাংলাদেশ খেলাফত মজলিসের বিপুল সংখ্যক নেতাকর্মী।

    আরও পড়ুন

    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
    কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
    মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
    সোনাগাজীর পরিত্যক্ত একটি ঘর থেকে অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার
    দলীয় কর্মীর চেহারা যারা বিকৃত করে দেয়, ক্ষমতায় গেলে তারা দেশের চেহারা বিকৃত করে ফেলবে