নিজস্ব প্রতিবেদক
ফেনীতে গণপিটুনির শিকার হয়ে লিটন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হকদি গ্রামে এ ঘটনা ঘটে। লিটন বালিগাঁও গ্রামের হজু মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে চর হকদি গ্রামের হাজী বারেক মিয়ার বাড়ির পানু মিয়ার ঘরে চুরি করতে ঢোকে লিটন। এ সময় গৃহকর্তা পানু মিয়া তাকে ধরে ফেলে এবং চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী ছুটে এসে তাকে গণপিটুনি দেয়। এক পর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, এর আগেও একাধিকবার চুরি করতে গিয়ে লিটন ধরা পড়ে ও গণপিটুনির শিকার হয়। এলাকাবাসীর কাছে সে ‘লিটন চোর’ নামে পরিচিত ছিল।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামছুজ্জামান নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। এবিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।