দাগনভূঞা প্রতিনিধি
যৌথ বাহিনী অভিযান চালিয়ে দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক আশ্রাফুল হাসান জাবেদেকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। তার আগে জাবেদের বসতঘর থেকে আজ শনিবার দুপুরে আগ্নেয়াস্ত্র, বুলেট, ককটেল তৈরির সরঞ্জাম ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে যৌথবাহিনী।
দুপুরে তার বসতঘরে অভিযান পরিচালনার পূর্বে সে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘর থেকে পালিয়ে যায়।
অভিযানে সেনাবাহিনীর সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জোনের উপ-পরিচালক সোমেন মন্ডল, দাগনভূঞা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিদুল ইসলাম ও দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান উপস্থিত ছিলেন।