নিজস্ব প্রতিবেদক
গ্লোবাল ইসলামী ব্যাংক একাডেমী রোড উপশাখার এক ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ উল করিম মৃধার বিরুদ্ধে। গত সোমবার শহরের একাডেমী রোডে অবস্থিত গ্লোবাল ইসলামী ব্যাংক উপশাখায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে এফডিআরের টাকা উত্তোলন করতে ব্যাংকে যান জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ উল করিম মৃধা।
সময়মতো এফডিআরের টাকা না পাওয়ায় ওমর ফারুক নামে এক ব্যাংক কর্মকর্তার ওপর তিনি ক্ষিপ্ত হন। একপর্যায়ে ব্যাংক কর্মকর্তা ওমর ফারুককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে তার ওপর হামলা করেন ছাত্রদল নেতা রিয়াদ মৃধা। এসময় গ্লোবাল ইসলামী ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক কাউছার আহমেদ চৌধুরী বলেন, কিছুদিন ধরে ব্যাংকে কিছু সমস্যা চলছে। তবে আমরা গ্রাহকদের চাহিদ মাফিক টাকা প্রদান করার জন্য যথেষ্ট চেষ্টা করছি। সোমবার এই ব্যক্তির সঞ্চয়ী হিসাবে জমাকৃত সব টাকা প্রদান করা হয়। পরবর্তীতে উনার এফডিআরের ৯ লাখ টাকা প্রদানকে কেন্দ্র করে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। বিষয়টি ইতোমধ্যে মীমাংসা হয়েছে।অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ উল করিম মৃধা বলেন, আমার জমাকৃত টাকা উত্তোলন করতে আমি বেশ কয়েকমাস ধরে ব্যাংকে যাচ্ছি। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আমাকে টাকা না দিয়ে উল্টো আমাকে বিভিন্ন তারিখ দিয়ে হয়রানি করছে। বিষয়টি আমি এই ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদেরও অবহিত করেছি। সোমবার আমি পুনরায় টাকার জন্য ব্যাংকে গেলে ওমর ফারুক নামে একজনের সাথে আমার কথা-কাটাকাটি হয়। তবে উনাকে আমি মারধর করেছি এই অভিযোগটি সত্য না। জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, কেউ যদি অনৈতিক কোনো কাজে দলের নাম ব্যবহার করার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এইসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার রয়েছে। এব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ব্যাংক কর্মকর্তার ওপর হামলার বিষয়টি আমি অবগত হয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।