নিজস্ব প্রতিবেদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী সরকারি কলেজ শাখার সভাপতি সাজ্জাদ হোসাইন ও সেক্রেটারি ফরহাদুল ইসলাম মাজেদ নির্বাচিত হয়েছেন। কমিটিতে সহ-সভাপতি তাশরিফ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম তুহিন নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার শহরের একটি রেস্টুরেন্টে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী সরকারি কলেজ শাখার সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুর রহমান ফরহাদ। এছাড়াও কলেজ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি প্রিন্সিপাল মাওলানা জাহিদুল ইসলাম, মুহাম্মদ ফয়েজ উদ্দিন, মুহাম্মদ আবুল কালাম, মুহাম্মদ মহি উদ্দিন, আতাউর রহমান রিয়াদ, মুহাম্মদ ইমাম হোসেন, মুহাম্মদ আইয়ুব ও মুহাম্মদ এমরান হোসেন। আলোচনা সভা শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী সরকারি কলেজ শাখার ২০২৫ সেশনের কমিটির নির্বাচিত সভাপতি, সেক্রেটারি, সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়।