সদর প্রতিনিধি
ফেনী সদর উপজেলার দক্ষিণ লেমুয়ায় কালিদাস পাহালিয়া নদী সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ৪ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেনী সদর ও সহকারী কমিশনার (ভূমি) ফেনী সদর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ জন ব্যক্তিকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযুক্ত ৪ জন ব্যক্তি লেমুয়া ৬নং ওয়ার্ডের খুরশীদ আলম,মনজুর আলম মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপরদিকে মোহাম্মদ সেলিম ও নুর হোসেন রুবেলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে লেমুয়া বাজারের কয়েকটি দোকান তদারকি করা হয়। অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার।