নিজস্ব প্রতিবেদক
ধর্ষণের শিকার মাগুরার শিশুসহ সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া খুন, ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফেনীতে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ সোমবার দুপুরে শহরের ফেনী সরকারি কলেজ ও ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ছাত্রদল, সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় প্রতিবাদী ছাত্র সমাজ প্রতিবাদী ব্যানার, ফেস্টুন নিয়ে প্রায় ঘন্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়া উপস্থিত ছাত্ররা মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে নানা স্লোগান দেন।
এতে বক্তব্য রাখেন- ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক রিয়াদ পাটোয়ারী, আবদুর রশিদ মজুমদারসহ ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সালমান আল রাকিব, শাহরিয়ার আল সোহান, শাহাদাত হোসেন সাজ্জাদ, আশরাফুল ইসলাম নোবেল, আহমেদ জিহাদ, মিনহাজ ইবনে আমির (সজীব)সহ ছাত্রদলের নেতাকর্মী।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বেশি সময় ক্ষেপণের দরকার নেই। প্রয়োজনে দেশের আইন সংস্কারের মাধ্যমে দ্রুত রায় কার্যকরের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।