১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী সদর
  • ফাজিলপুর থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার
  • ফাজিলপুর থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার মহিপাল হাইওয়ে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কদমরসুল এলাকার আবুল খায়েরের ছেলে জামান (৪২), একই এলাকার রবিউল হকের ছেলে সুলাইমান (৩৮), বদিউজ্জামানের ছেলে লোকমান হোসেন (৩০), শাহজাহানের ছেলে নাহিদ (২৫) ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চররসিত গ্রামের মোশারফ হোসেনের ছেলে ইলিয়াস (২৬)। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারের পিছনের অংশ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ২টি স্টিলের পাইপ, ১টি চাকু, ১টি ছুরি ও ২টি লোহার কাটার হ্যাকসা ব্যালেট উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে হাইওয়ে পুলিশের কুমিল্লার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম বলেন, রোববার দিবাগত রাতে
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল ফাজিলপুর থানার পুলিশ সদস্যরা। রাত দেড়টার দিকে ঢাকামুখি লেইনে একটি প্রাইভেট কার দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশ সদস্যরা গাড়ি থেকে নেমে দ্রুত থামানো গাড়িটির কাছাকাছি গিয়ে দেখার চেষ্টা করলে উক্ত গাড়ির চালক পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করে। গাড়িতে থাকা ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় সন্দেহ হয়। এক পর্যায়ে তাদের ব্যবহৃত প্রাইভেট কারের পিছনে ঢালাই থাকা অতিরিক্ত চাকার নিচ হতে ডাকাতির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের সিডিএমএস তথ্য যাচাই করে দেখা যায় আসামি ইলিয়াসের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম ও চট্টগ্রামের মিরসরাই থানায় পৃথক ডাকাতি মামলা, জামানের নামে নোয়াখালীর সুধারাম থানায় ১টি ডাকাতি মামলা, সীতাকুণ্ড থানায় ১টি চুরি ও ১টি অস্ত্র মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

    আরও পড়ুন

    ফেনী কলেজ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সাজ্জাদ, সেক্রেটারি মাজেদ
    ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতা রিয়াদের বিরুদ্ধে
    ফরহাদনগরে বিএনপির ইফতার মাহফিল
    মেহেদির রঙ শুকানোর আগেই যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যা, শ্বশুড় গ্রেফতার
    ফেনীতে সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণেনয়দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
    হামলার অভিযোগ অস্বীকার করে যুবদল নেতার সংবাদ সম্মেলন
    দাগনভূঞায় শিক্ষক লাঞ্চনাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
    কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুড় গ্রেফতার