শহর প্রতিনিধি
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ফেনী সরকারি কলেজ ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার সকালে ফেনী সরকারি কলেজ গেইটে কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল হালিম মানিক এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম জিকু, মজুমদার রশীদ, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক জিয়া উদ্দিন, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, গিয়াস উদ্দিন স্বপন, জাহেদুল আবেদীন সাগর, সাইফুল ইসলাম বাবলু, সদস্য মাহমুদুল হাসান, নোমানুল হক নোমান।