ফুলগাজী প্রতিনিধি
ফুলগাজীতে সোমবার গভীর রাতে অসাধু মাটি ব্যাবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার গভীর রাতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া অভিযান পরিচালনা করে দুইটি এস্কেভেটর ও ১২টি ট্রাক জব্দ করে।
জানা গেছে, ফুলগাজী উপজেলাব্যাপী কিছু অসাধু মাটি ব্যবসায়ী, রাতের অন্ধকারে কোন ধরনের অনুমতি ছাড়াই অবৈধভাবে কৃষি জমির টপ সোয়েল কেটে বিক্রি করে দিচ্ছে। তারা মাটিগুলো বিভিন্ন ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করছে। ফসলি জমির টপ সয়েল কেটে তারা কিছু হাতিয়ে নিচ্ছে অবৈধ টাকা।
সোমবার গভীর রাতের অভিযানে ফুলগাজী থানা পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও আনসার ভিডিপি সদস্যরা সহযোগিতা করেন।