নিজস্ব প্রতিবেদক
‘পাথওয়েস টু সাকসেস উইথ স্টুডেন্ট অব ফেনী’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে গ্রেটব্রো একাডেমীর সিইও আলী হোসেন হৃদয়ের তত্ত্বাবধানে আয়োজিত ক্যারিয়ার ওরিয়েন্টেড সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেকট্রিপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস আমিন চৌধুরী। ইকোরেভলিউশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেরাজুল হকের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, রুহুল আজিজ চৌধুরী, মো. জহির রায়হান, এমএইচ রিমন ও এনআরবিসি ব্যাংকের জোনাল হেড কাজী মোহাম্মদ জিয়াউল করিম। সেমিনারে আলোচকরা বিদেশে পড়াশোনার ধাপে ধাপে প্রস্তুতি, ফিনান্সিয়াল প্ল্যানিং, উদ্যোক্তা হয়ে ওঠার পথ, প্রযুক্তি খাতে ক্যারিয়ারের সম্ভাবনা ও দক্ষতা উন্নয়নের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে আয়োজিত ক্যারিয়ার ওরিয়েন্টেড মেলায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।