১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রস্তুতিমূলক সভা
  • রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রস্তুতিমূলক সভা

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    আসন্ন রমজানের পবিত্রতা বজায় রাখা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁঞা, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এডভোকেট পার্থ পাল চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেলা ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহাবুদ্দিন, জেলা তথ্য অফিসার এস.এম আল আমিন, জহিরিয়া মসজিদ মাদ্রাসার প্রধান শিক্ষক আজিজুল হক, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শামসুল আরেফিন, জেলা হোটেল মালিক রেস্তোরাঁ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আফসার কবির শাহাজাদা, পিডিবির সহকারী প্রকৌশলী মতুর্জা ফারুক, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ইসমাঈল হোসেন ও শহর ব্যবসায়ী সমিতির প্রধান সমন্বয়ক মুশফিকুর রহমান পিপুল। প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের সহযোগিতা পেলে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখা সম্ভব। আমার মনে হয় বাজারে সকল পণ্যের পর্যাপ্ত পরিমাণে সরবরাহ আছে। আমরা যদি রমজানের আগে শহর ব্যবসায়ী সমিতির মূল কমিটি পুনর্গঠন করতে পারতাম তাহলে এইসব কাজ মনিটরিং করতে আমাদের অনেক সুবিধা হতো। রমজান উপলক্ষে প্রত্যেক দিন যানজট ও যত্রতত্র পার্কিং, বাজার মনিটরিং ও বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষে ৫ জন ম্যাজিস্ট্রেট কাজ করবেন। মানবিক কারণে ঈদ পর্যন্ত রাজাঝির দীঘির পাড়ের অবৈধ হকার উচ্ছেদ অভিযান বন্ধ থাকবে। গতবছরের মতো পিটিআই মাঠসহ আরো ৩-৪ টি স্থানে ন্যায্যমূল্যে গরুর মাংস ও গরুর দুধ বিক্রি করার পরিকল্পনা রয়েছে। পৌরসভার ১৮ ওয়ার্ডে ৪টি করে ভ্যানকে লাইসেন্স দিয়ে ব্যবসা করার অনুমতি দেওয়ার বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।

    আরও পড়ুন

    ফরহাদনগরে বিএনপির ইফতার মাহফিল
    মেহেদির রঙ শুকানোর আগেই যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যা, শ্বশুড় গ্রেফতার
    ফেনীতে সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণেনয়দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
    হামলার অভিযোগ অস্বীকার করে যুবদল নেতার সংবাদ সম্মেলন
    দাগনভূঞায় শিক্ষক লাঞ্চনাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
    কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুড় গ্রেফতার
    প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় বরখাস্তকৃত পিয়ন গ্রেপ্তার
    ড. আরেফিন সিদ্দিক আর নেই