সদর প্রতিনিধি:
ফেনীর জামিয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা মাসুদ।
ফেনী জামিয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মাহফুজুর রহমানের সঞ্চালনায় মাদ্রাসার পরিচালক মাওলানা মহিবুল্লাহর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আইয়ুব, হাফেজ মাওলানা আব্দুর রহিম। আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
মাদ্রাসা পরিচালক মাওলানা মহিবুল্লাহ বলেন, আমাদের এই মাদ্রাসাটি আজ সাত বছর অতিক্রম করেছে। আমরা এখানে ৫২ জন ছাত্রীকে সংবর্ধনা দিব।আজকের সংবর্ধিতরা অনেকেই আমাদের নূরানী বিভাগের বার্ষিক পরীক্ষায় মেধা স্থান অর্জন করেছে। আমাদের এই মাদ্রাসার প্রধান লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত করা। এমনকি প্রত্যেকটা নর নারী মাঝে কোরআন এবং সুন্নাহর জ্ঞানের মধ্য দিয়ে তারা যেন তাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবন অতিবাহিত করতে পারে।’ অনুষ্ঠানে ৫২ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। এসময় শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত এবং ইসলামী সংগীত পরিবেশন করেন।