নিজস্ব প্রতিবেদক
সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলায় আহত আবুল কাশেম মারা যাওয়ার পর কফিন মিছিল করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের জানাযা অনুষ্ঠিত হয়। তারপর সেখান থেকেই আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়ে মিছিলে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা বলেন, আমাদের কথা পরিস্কার যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তেমনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা সাবলীলভাবে বলছি অনতিবিলম্বে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে ছাত্র-জনতাসহ
বাংলাদেশের সকল মানুষ রাজপথে নামবে।
উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আবুল কাশেম বুধবার বিকেলে মারা যান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারা নিজেদের কর্মীরা হামলার শিকার হয় বলে দাবি করেছিল বৈষম্যবিরোধীরা।