নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, সারাদেশের মতো ফেনীতেও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোয় গত কয়েক দশকে অবকাঠামোগত আধুনিকায়ন হলেও রোগীদের আস্থা বাড়েনি। ভুল রোগ নিরীক্ষা, বিশেষায়িত চিকিৎসা না পাওয়া, প্রতারিত হওয়ার পাশাপাশি চিকিৎসা অবহেলার অভিযোগ যেন না উঠে এবিষয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের আরো সজাগ থাকতে হবে। সাধারণ রোগীদের অধিকার নিশ্চিতে আরো যতœবান হওয়ার আহ্বান জানান তিনি।
গতকাল সোমবার ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড ওনার্স এসোসিয়েশন নব গঠিত আহবায়ক কমিটি সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
গতকাল সোমবার এসোসিয়েশন নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ পুলিশ সুপার হাবিবুর রহমান ও সিভিল সার্জন ডা. সিহাব উদ্দিনের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় জেলা প্রশাসকসহ প্রশাসনের সহযোগিতা কামনা করেন নব গঠিত আহবায়ক কমিটি ও আগামীতে সরকারের সকল কাজে পাশে থাকার সম্মতি জানান।
সাক্ষাতকালে আহবায়ক আবদুল মোতালেব হুমায়ুন, সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক মনির আহমদ বাচ্চু, বেলাল হোসেন ওরফে ভিপি বেলাল, ফখরুল ইসলামসহ সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।




