নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ফাজিলপুর ইউনিয়ন রুবদলের নেতাকর্মীরা। গতকাল সোমবার সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে ফাজিলপুর বাজার প্রদক্ষিণ করে।
মিছিলের নেতৃত্ব দেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ আলী সবুজ, ফাজিলপুর ইউনিয়ন যুবদল নেতা ইমাম সিদ্দিকী ও সুরজ চৌধুরী। এছাড়াও আনন্দ মিছিলে ফাজিলপুর ইউনিয়ন যুবদল নেতা সামছুল হক স্বপন, মো. কাদের, ইমরান হোসেন গিয়াস উদ্দিন, বাবলু, ফারুক, তুহিন, হারুন, ফয়সাল, হেলালসহ ওয়ার্ড যুবদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম জেলা যুবদলের আহ্বায়ক (আংশিক) কমিটি অনুমোদন দেওয়ার বিষয়টি মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেরিত বার্তার মাধ্যমে জানানো হয়।
জেলা যুবদলের কমিটিতে আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন ভিপি বেলাল, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন ও সালাহউদ্দিন মামুন নির্বাচিত হয়েছেন।




