নিজস্ব প্রতিবেদক
চাঁদাবাজির অভিযোগে জাকির হোসেনকে বহিষ্কার করেছে জামায়াত। গতকাল সোমবার গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে আলিয়া মাদ্রাসার বহিষ্কৃৃত প্রিন্সিপাল মাহমুদুল হাসানকে মামলা থেকে রক্ষা করার কথা বলে ওসিসহ পুলিশের নাম ভাঙিয়ে বিতর্কিত জামায়াত নেতা জাকিরের চাঁদাবাজির অডিও-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
এছাড়া জাকির সোনাগাজীতে শিবিরের দায়িত্বশীল থাকাকালীন এক ছাত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে চাপে পড়ে বিবাহ করতে বাধ্য হন বলে জানা গেছে। জাকিরের বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকা- থাকার পরেও তাকে জামায়াতে একটি পক্ষ নানা সুযোগ করে দেন বলে অভিযোগ রয়েছে।




