নিজস্ব প্রতিবেদক
ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী ১৬ ফেব্রুয়ারি রোববার ফেনী জেলা বিএনপির জনসভার অনুষ্ঠিত হবে। জনসভা সফল করার লক্ষ্যে গতকাল বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায়
উক্ত জনসভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ। বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম এ খালেক, ইয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী ও উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ জাজান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে ফেনী জেলা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।