১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • খেলাধুলা >> টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
  • ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক

    ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ফেনী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেনী জেলার সম্মিলিত খেলোয়াড় ও সংগঠকদের পক্ষে ইমন উল হক।
    তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ সৃষ্টির দাবিতে গত ৫ ই আগষ্ট ছাত্র-জনতার আন্দোলন ত্বরান্বিত হয়েছিলো। যে আশা নিয়ে ছাত্র-জনতা রক্ত দিয়েছিলো তা একটা পক্ষ নিজেদের আখের গোছাতে গিয়ে নষ্ট করে দিচ্ছে। ফেনী জেলা ক্রীড়া সংস্থার বিতর্কিত এডহক কমিটি তারই একটা উদাহরণ। অতীতে যোগ্যদের যথাযথ মূল্যায়ন হয়নি। কিন্তু স্বাধীন দেশেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। গত ২০২৪ সালের ২৭ আগস্ট জাতীয় ক্রীড়া পরিবদের জারি করা প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করে দেয়া আছে সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তিদের নিয়েই এডহক কমিটি গঠন করা হবে এবং তা জেলা প্রশাসক মহোদয় অনুমোদন করে ক্রীড়া পরিষদে পাঠাবেন। সে হিসেবে ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপনে কিছু স্পষ্ট মানদন্ড ঠিক করে দেয়া হয়েছে।প্রজ্ঞাপনে বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করে ফেনীর ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিকে অরাজনৈতিক এবং সরাসরি ক্রীড়ার সাথে সম্পৃক্ত সংগঠক, কোচ, রেফারি, আম্পায়ার, প্রাক্তন খেলোয়াড়, ক্রীড়া সাংবাদিক, ছাত্র প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি জেলা প্রশাসক যাচাই-বাছাই করে গত ৯ জানুয়ারি ক্রীড়া পরিষদে পাঠান। কিন্তু একটা পক্ষ দুরভিসন্ধিমূলকভাবে জাতীয় ক্রীড়া পরিষদে প্রভাব খাটিয়ে রাতের অন্ধকারে সে কমিটি বাদ দিয়ে একটি বিতর্কিত কমিটি অনুমোদন করে। সে কমিটিতে যাদের রাখা হয়েছে তাদের কারোই ক্রীড়ার সাথে নূন্যতম সংশ্লিষ্টতা নেই। ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপনে উল্লেখিত নির্দিষ্ট মানদন্ডে তাদের এতে সম্পৃক্ত হবার সুযোগ নেই। তাহলে কিসের ভিত্তিতে তাদেরকে এডহক কমিটিতে রাখা হলো। অথচ ক্রীড়া পরিষদ একটা নির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে দিয়েছে প্রজ্ঞাপনের মাধ্যমে। এটি ক্রীড়া পরিষদের জারি করা প্রজ্ঞাপনের সাথে সরাসরি সাংঘর্ষিক। এটি আমাদের তৈরি করা মানদন্ড নয়, জাতীয় ক্রীড়া পরিষদের দেয়া মানদন্ড অনুযায়ীই আমাদের সবার অবস্থান স্পষ্ট। এমন বিতর্কিত কমিটি দেখে জেলা ক্রীড়া সংস্থার খেলাধুলার সাথে নিয়মিত সম্পৃক্ত সকল সংগঠক, খেলোয়াড়, কোচ, আম্পায়ার, রেফারিবৃন্দ হতাশ এবং বিক্ষুব্ধ। নিয়ম বহির্ভূত এ কমিটি বাতিলের দাবিতে আমরা ইতিমধ্যে শান্তিপূর্ণ বিভিন্ন কর্মসূচি পালন করেছি।গত শনিবার আমরা সকল ক্রীড়া বিভাগের সাবেক বর্তমান খেলোয়াড়বৃন্দ, ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত ক্লাবসমূহ, কোচ, রেফারি, আম্পায়ারসহ সকল অংশিদাররা শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছি। এরপর গত রোববার আমরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছি। আমরা ৭২ ঘন্টার মধ্যে এ কমিটি বাতিলের আহবান জানিয়েছিলাম। এসময় উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে সম্মিলিত খেলোয়াড় ও সংগঠকরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিলের জোর দাবি জানান।

    আরও পড়ুন

    ফরহাদনগরে বিএনপির ইফতার মাহফিল
    মেহেদির রঙ শুকানোর আগেই যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যা, শ্বশুড় গ্রেফতার
    ফেনীতে সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণেনয়দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
    হামলার অভিযোগ অস্বীকার করে যুবদল নেতার সংবাদ সম্মেলন
    দাগনভূঞায় শিক্ষক লাঞ্চনাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
    কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুড় গ্রেফতার
    প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় বরখাস্তকৃত পিয়ন গ্রেপ্তার
    ড. আরেফিন সিদ্দিক আর নেই