আমার ফেনী ডেস্ক
মহামায়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাদগাজী বাজারে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দেয়া হয়।
জেলা শ্রমিক দল নেতা সুমন পাটোয়ারীর অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু।
মহামায়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল করিম লিটনের সভাপতিত্বে ও কাজী মোজাম্মেলের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক নুর আহমেদ মজুমদার, কফিল সরকার, জাফর আহমেদ, মোমিন, আব্দুল কাইউম, কফিল উদ্দিন, আবুল বসর।