নিজস্ব প্রতিবেদক
‘মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক মাওলানা শায়খ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। জেলা ইসলামী আন্দোলন’র সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান ফরহাদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, কেন্দ্রীয় সদস্য সেলিম মাহমুদ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র সেক্রেটারি জেনারেল শেখ মাহাবুবুর রহমান নাহিয়ান। এছাড়াও সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক শেখ জয়নাল আবেদীন, জেলা ইসলামী আন্দোলন’র মজলিশে শূরা সদস্য প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, জেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা একরামুল হক ভূঁঞা, মাওলানা আবদুল মতিন, মাওলানা রফিকুল ইসলাম ভূঁঞা, চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলন’র শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন শিপন ও মাওলানা গাজী গোলাম কিবরিয়া। এসময় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, মানুষের প্রত্যাশা পূরনের সময় এসেছে। বিগতে সময়ে এই ফেনীতে সবচেয়ে বেশি দৈত্য দানব ছিল। আজকে এইসব দৈত্য দানব কোথায় গিয়ে পালিয়েছে। জনগন যাদের সাথে থাকে না তাদেরকে দেশ থেকে পালাতে হয়। তাইতো শেখ হাসিনা ও তারা দোসররা এদেশ থেকে তাদের ভালোবাসার দেশ ভারতে পালিয়েছে। তাই আমাদেরকে ৫ই আগস্টের গণঅভ্যুত্থান’কে কোনোভাবে ভুলা যাবে না। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ২০২৫-২৬ মেয়াদে নির্বাচিত জেলা ইসলামী আন্দোলন’র সভাপতি, সহ-সভাপতি ও সেক্রেটারি’র নাম ঘোষণা করেন।কমিটিতে সভাপতি মাওলানা গাজী এনামুল হক, সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূঁঞা ও সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁঞা নির্বাচিত হয়েছেন।
Show quoted text