নিজস্ব প্রতিবেদক
ফলের উপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মহিপালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মহিপালের ফল ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা আয়োজিত মানববন্ধনে অংশ নেন।
এসময় বক্তারা বলেন, বিগত সময়ে আওয়ামী লীগের শাসনামলে প্রতি ৬ মাস পর পর ফলের উপর কর বৃদ্ধি করা হয়েছিল। আমাদের আশা ছিল বর্তমান সরকার ফলের উপর কর কমাবেন। কিন্তু এই সরকারও ফলের উপরে কর বাড়িয়েছেন। এদেশের কোটি কোটি মানুষের জীবন-জীবিকা ফল ব্যবসার সাথে জড়িত। এসময় বক্তারা সরকারের কাছে ফলের উপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের জোর দাবি জানান। মানববন্ধনে মহিপাল ফল ব্যবসায়ী, মহিপাল ফল আড়ৎদার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক রহিম উল্যাহ রিপনসহ মহিপাল ফল আড়ৎদার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ফল সংশ্লিষ্ট শ্রমিকরা উপস্থিত ছিলেন।