নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইকোরেভল্যুশন’র ২০২৫-২৭ মেয়াদে কেন্দ্রীয় নির্বাহী বোর্ডের সভাপতি মেহেরাজুল হক ও সেক্রেটারি অর্পন দে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সংগঠনটির ১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী বোর্ডে স্থান পাওয়াদের তালিকা প্রকাশ করা হয়।
কেন্দ্রীয় বোর্ডের অপরাপর সদস্যরা হলেন, পাবলিক রিলেশন অফিসার মারিয়াজুল ইসলাম, হিউম্যান রিসোর্স অফিসার সাজ্জাদুল হক সানি, চিফ টেকনোলজি অফিসার নিলয় ভৌমিক, ফাইন্যান্স ও ফান্ডরেইজিং অফিসার আব্দুর রহিম শাকিব, ডেপুটি ফাইন্যান্স ও ফান্ডরেইজিং অফিসার অনীশ দে, প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ ফরহাদ হোসেন, ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর ওয়াসিফ জামিল, ইভেন্ট কো-অর্ডিনেটর নাজমুল আলম ও ডেপুটি ইভেন্ট কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল সিয়াম নির্বাচিত হয়েছেন। এসময় নবনির্বাচিত সভাপতি মেহেরাজুল হক বলেন, পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে ইকোরেভল্যুশন কাজ করে। আমি আশা করি, টেকসই ও সবুজ ভবিষ্যৎ নিশ্চিতে ইকোরেভল্যুশন’র নবনির্বাচিত কেন্দ্রীয় বোর্ডের সকল সদস্য সম্মিলিতভাবে কাজ করবে।
সেক্রেটারি অর্পন দে বলেন, ইকোরেভল্যুশন’র সকল প্রকল্পগুলোকে আরো গতিশীল করতে নবনির্বাচিত কেন্দ্রীয় বোর্ড কাজ করবে। আমি আশা করি, নতুন নেতৃত্বের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ইকোরেভল্যুশন’র সকল কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হবে।