১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দাগনভূঞা >> দেশজুড়ে
  • দাগনভূঞায় বিনামূল্যে ভ্রাম্যমান থেরাপি চিকিৎসা
  • দাগনভূঞায় বিনামূল্যে ভ্রাম্যমান থেরাপি চিকিৎসা

    দৈনিক আমার ফেনী

    দাগনভূঞা প্রতিনিধি
    দাগনভূঞায় প্রতিবন্ধীব্যক্তি ও প্রতিবন্ধীতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মোবাইল রিহ্যাবিলিটেশন ভ্যানের মাধ্যমে বিনামূল্যে ভ্রাম্যমান থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
    মঙ্গলবারর উপজেলার দুধমুখার এতিহ্যবাহী সংগঠন নব-উত্তরণ খেলাঘর আসরের সহযোগিতায় বাংলাদেশ সরকার এর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, প্রতিবন্ধী সেবা ও যাহায্য কেন্দ্র ফেনী ,সমাজকল্যাণ মন্ত্রনালয় এর আয়োজনে দুই দিন ব্যাপী থেরাপি সেবা দেয়া হয়। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পযর্ন্ত ১৯০ জন রুগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। তাদের মধ্যে (নারী-১০৫ জন, পুরুষ-৮৭ জন।) ক্যাম্পেইনে সে সকল সেবা দেওয়া হয় : পিজিও থেরাপী, ইস্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপী, অকুপেশনাল থেরাপী,অটিজম বিষয়ক সেবা, সহায়ক উপকরণ বিতরণ সেবা,কাউন্সেলিং সেবা, রেফারেল সেবা।
    যে সকল সমস্যার জন্য সেবা দেওয়া হয়ঃ ষ্ট্রোক-প্যারালাইসিস,মেরুদন্ডের ব্যথা, কোমরের ব্যথা, হাড়ের ব্যথা, বাতজনিত ব্যথা,হাঁটুর ব্যথা, আঘাত জনিত ব্যথা,ঘাড়ের ব্যথা,মুখ বেঁকে যাওয়া, সেরিব্রাল পালসি,মেরুদন্ড বেঁকে যাওয়া,হাত-পা অবশ,শুকিয়ে যাওয়া,ঝিন ঝিন করা,প্রতিবন্ধিতার ধরণ নির্ণয় সহ যে কোন ধরণের প্রতিবন্ধিতার ঝুঁকি রয়েছে এমন ব্যক্তিদের সেবা প্রদান করা হয়। ক্যাম্পে ২জন প্রতিবন্ধী ব্যক্তিকে ২টি হুইলচেয়ার প্রদান করা হয়। ১০ জন ব্যক্তির সহায়ক উপকরণ প্রয়োজন এমন ব্যক্তিদের চিহ্নিত করা হয়। যাহা পরে প্রাপ্তি স্বাপেক্ষে যোগাযোগের মধ্যমে প্রদান করা হবে। এছাড়া বিশেষ শিক্ষা কাযর্ক্রমে অংশগ্রহণ করার বিষয়ে এবং নিয়মিত থেরাপী সেবা গ্রহণের বিষয়ে যোগাযোগ করার জন্য বলা হয়।ক্যাম্প পরিচালনায় ছিলেন জি এম মামুনুর রশিদ কনসালট্যান্ট পিজিওথেরাপী,হারুন অর রশিদ পিজিওথেরাপী সহকারী,মোঃখোরশেদ আলম,টেকনিশিয়ান-১ ,মোঃ হাছান ইকবাল অফিস সহকারী। স্থানীয়ভাবে সহযোগী হিসাবে খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মিলন (সিএইচ ডি আর পি) প্রতিবন্ধী ব্যক্তিদের পরামশক হিসাবে উপস্থিত থেকে সহায়তা করেন।সহায়ক উপকরণ বিতরণ এর সময় উপস্থিত ছিলেন জনাব,একরামুর হক ,রেজাউল হক শেখ,আবদুর রাজ্জাক,রুহুল আমিন পাঠান ,আনোয়ান হোসেন,তাজুল ইসলাম বাচ্ছু,গিয়াস উদ্দিন জাহাঙ্গীর আলম, জসীম উদ্দিন ইজাব,ডা:কাজী ফারুক,ডা:মাঈন উদ্দিন,এম শাহাদাৎ হোসেন,কিরণ মিজি ,নুরুল করিম এবং সংগঠনের সেচ্চাসেবকবৃন্দ সিনিয়র সদস্যবৃন্দএলাকার গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে এর সফল সমাপ্তি করা হয়।

    আরও পড়ুন

    ফরহাদনগরে বিএনপির ইফতার মাহফিল
    মেহেদির রঙ শুকানোর আগেই যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যা, শ্বশুড় গ্রেফতার
    ফেনীতে সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণেনয়দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
    হামলার অভিযোগ অস্বীকার করে যুবদল নেতার সংবাদ সম্মেলন
    দাগনভূঞায় শিক্ষক লাঞ্চনাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
    কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুড় গ্রেফতার
    প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় বরখাস্তকৃত পিয়ন গ্রেপ্তার
    ড. আরেফিন সিদ্দিক আর নেই