আমার ফেনী ডেস্ক
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ফেনীতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় জয়নাল হাজারী কলেজ ১-০ গোলে ফেনী সাউথইস্ট কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং ফেনী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে,জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তারুণ্যের শক্তিতে এ দেশ সামনে এগিয়ে যাবে।
তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়ানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
তিনি তরুণদেরকে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে অনুরোধ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী,ফেনী জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার।
এতে আরও উপস্থিত ছিলেন জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক,ফেনী সাউথইস্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ।
শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ যে, উক্ত টুর্নামেন্টে ফেনীর ১৮টি কলেজের ফুটবল দল অংশগ্রহণ করেছে।
ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় জয়নাল হাজারী কলেজের খেলোয়াড় শাহরিয়ার আহমেদ এবং টুর্নামেন্টের সেরা গোলদাতা নির্বাচিত হয় সাউথইস্ট কলেজের খেলোয়াড় ইমতিয়াজ আহমেদ।